বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে মধ্যযুগীয় কায়দায় ইয়াছিন আরাফাত নামের এক কিশোরকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরের পিতা মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের অলিয়ার রহমান (৪৭) বাদী হয়ে (২২ জুলাই) শনিবার ৩ জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, মল্লিকেরবেড় গ্রামের শহিদুল মাঝি’র পুত্র মাহমুদ ইসলাম(২৫), মৃত মোজাম্মেল হাওলাদার’র পুত্র মো. কেরামত হাওলাদার(৫০) ও একই গ্রামের মৃত আ. রহমান খাঁন’র পুত্র মো. নাসিম খাঁন (গ্রাম পুলিশ)।
মামলা সূত্রে জানা গেছে যে, (২১ জুলাই) শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আসামি মাহমুদ ইসলাম’র বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছিল কিশোর বালক ইয়াছিন আরাফাত। সে সময়ে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে কিশোর ইয়াছিন আরাফাতকে একটি ঘরের মধ্যে আটকে রেখে অমানবিক ও নিষ্ঠুর ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ খবর জানতে পেরে বাদী তার ছেলেকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য রামপাল থানা পুলিশকে জানায়।
রামপাল থানার (ওসি) এস. এম. আশরাফুল আলম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোর শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং অভিযুক্তদের গ্রেফতার করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান,গতকাল সকালে আমরা খবর পাই মল্লিকেরবেড় গ্রামে এক কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। আমরা সেখানে উপস্থিত হয়ে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং আসামি তিনজনকে আটক করে আজ (২২ জুলাই) শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না