বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের ঘটানায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬ এর সদস্যরা বুধবার দিবাগত রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এই পলাতক আসামী গ্রেফতার করে।
র্যাব ৬ এর মিডিয়া সেল (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২ জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়ীতে যায়। এসময়ে বাড়ীতে কেই না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করে। এসময়ে ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় ওই মহিলা বাদী হয়ে ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র্যাব সদস্যরা ধর্ষণ মামলার আসামী আরাফাত হোসেন জনিকে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না