এনায়েত করিম রাজিব, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে মোরেলগঞ্জে এসে নিহতের বাড়িতে ছুটে যান স্থানীয় এমপি এ্যাড. আমিরুল আলম মিলন।
সোমবার (১৭ জুলাই) বিকেলে বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বীরেন মন্ডল ও তার স্ত্রী গীতা রানী মন্ডলের বাড়িতে বাগেরহাট ০৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন। এ সময় এমপি, নিহতের সন্তানদের কর্মসংস্থানসহ পরিবারটিকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
স্থানীয় এমপির সফর সঙ্গী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা ও কর্মী সমর্থক,পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান ও সদস্যগন গাড়ি বহর সহ যোগ দেন। স্থানীয় সংসদ সদস্য বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত হয়ে কর্দমক্ত মেঠোপথে পায়ে হেটে নিহতের বাড়িতে একটি জরাজীর্ণ কুঠিরে উপস্থিত হন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্থান পরিদর্শন করেন। নিহতের সন্তান ও আত্মীয় স্বজনদের সাথে এ ঘটনায় দূঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারটিকে সমবেদনা জানান ।
পরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত জনসম্মূখে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বৌবাজার থেকে নিহত বিরেন মন্ডলের বাড়ি পর্যন্ত কর্দমক্ত রাস্তাটি দেখে দূঃখ প্রকাশ করে রাস্তাটির এ অবস্থা তাঁর জানা ছিলনা বলে জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। আগামী নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলায় কোন কাঁচা রাস্তা থকবে না বলেও জানান।
উল্লেখ্য ৯ জুন শনিবার সকালে বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের বৃদ্ধ বীরেন মন্ডল ও স্ত্রী গীতা রানী মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না