মুজিবনগর ইউপিতে নৌকার প্রার্থীর জয়
- আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৬৩
রুবেল আশরাফুল, চরফ্যাশন:
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১৬ নং মুজিবনগর ইউনিয়নে প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫ টায় ভোট গননা সম্পন্ন হয়। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে ওই ইউনিয়নে কোনরকম সহিংসতার ঘটনা ঘটেনি।
নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ মিয়া ওই ইউনিয়নে তৃতীয় বারের মতো ৫ হাজার ৩শ ৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী (আনারস) মার্কার প্রার্থী মো. আবুল কাশেম (ফারুক) ১২ শ ২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।