বিনোদন বক্স:
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখান বাংলা সিনেমার ‘ঢাকার কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি লাইভ শোতে অংশগ্রহণ করে জানালেন প্রযোজক হিসেবে নিজের আগামী দিনের পরিকল্পনার কথা।
শনিবার (১৫জুলাই) যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন অপু। সামনে থেকে প্রতিবছর একটা করে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেন এ অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, “লাল শাড়ি’ আমার প্রথম প্রযোজনা। আমি যে প্রথম সিনেমা প্রযোজনা করেছি তা বুঝতে দেয়নি কেউ। সবাই অনেক সাহায্য করেছেন। তাই সামনে থেকে প্রতিবছর একটা করে সিনেমা প্রযোজনা করতে চাই আমার অপু-জয় প্রডাকশন হাউস থেকে।
তিনি আরও বলেন, নিউইয়র্কে আসার আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটা দেখে এসেছি। আরও মুক্তি পাওয়া সিনেমাগুলো নিউইয়র্ক থেকে যাওয়ার পর দেখব।
প্রথমবারের মতো প্রযোজনা করতে গিয়ে যাদের কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন তাদের কথাও স্মরণ করলেন অপু। তার কথায়, ‘আমার মা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। পাশাপাশি আমার কাকাও খুব হেল্প করেছেন। তাদের কারণেই আমি এখানে আসতে পেরেছি।
জানা গেছে, অপু বিশ্বাস আরও কিছুদিন আমেরিকায় থাকবেন। ছেলে জয়কে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরবেন। রোববার সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে সেলিব্রিটি নাইট শোতে পারফর্ম করার কথা রয়েছে তার। সবশেষে দেশে ফিরবেন আগামী ২৬ জুলাই।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায় অপুর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না