মুজিবনগর ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
- আপডেট সময় : ১১:৪০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৬৮
রুবেল আশরাফুল,চরফ্যাশন:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ১৬নং মুজিবনগর ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রগুলোতে রয়েছে কড়া নিরাপত্তাবেস্টনী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন দ্বীপ ১৬নং মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া (নৌকা), এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুজিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ফারুক (আনারস) মার্কায় নির্বাচনে প্রার্থী হয়ে লড়ছেন। এছাড়াও ওই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৫ জন, সংরক্ষিত নারী পদে ৭ জন নির্বাচন করছেন। এবং মুজিবনগর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ভিন্ন ভিন্ন ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এতে ওই ইউনিয়নে ৯ হাজার ৫৩৫ জন ভোটাররা ভোট দেবেন।
বেলা ১০ টায় মুজিবনগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ৩৮ নং মধ্যে মনোহর কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। তৈরি হয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোট কেন্দ্রের চারপাশে পোস্টার, ফেস্টুনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে মুজিবনগর ইউনিয়নে বৃষ্টি’র পানিতে রাস্তায় হাঁটু সমান কাদা জমে রাস্তার বেহাল দশা পরিনত হয়েছে। এই দুর্ভোগ নিয়েই ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। আবার অনেক ভোটাররা রাস্তার বেহাল দশার করণে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অস্বীকৃতি জানান।
মুজিবনগর ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম (ফারুক) নির্বাচনের বিষয়ে বেলা ১১ টায় সাংবাদিককে বলেন, জনগণ যে রায় দেবে, তাই আমি মেনে নেব। তবে সকাল থেকে কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল ৮টা থেকেই মুজিবনগর ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে, সেজন্য প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সহ ১০ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত র্যার, কোস্টগার্ড ও বিজিবি মোতায়েন করা হয়েছে।