খুলনায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ৬২
খুলনা সংবাদদাতা:
সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করতে আগামী সোমবার খুলনায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সমাবেশে ৫ লক্ষাধিক লোক সমাগম ঘটাতে পরিকল্পনা নিয়েছে দলটির নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
আগামীকাল সকাল ১০ টায় খুলনার ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ করবে দলটি। ইতোমধ্যে ১২ শর্তে ওই চত্বর ব্যবহারের অনুমতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। তারুণ্যের সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুধু সহযোগী ৩টি সংগঠনের নেতাকর্মীরাই নয়, বিএনপি’র খুলনা বিভাগের সিনিয়র নেতারাও এ সমাবেশকে সফল করতে মাঠে নেমেছেন। ইতোমধ্যে খুলনায় এসেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল জানিয়েছেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, খুলনা সিটি কর্পোরেশন সমাবেশ স্থল হিসেবে নগরীর ডাকবাংলো মোড়স্থ সোনালী ব্যাংক চত্বর ব্যবহারের লিখিত অনুমতি দিয়েছে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা খুলনায় আসতে শুরু করেছেন। শনিবার (১৫ জুলাই) দুপুরে সমাবেশের ভেন্যু পরিদর্শন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। প্রশাসনের মৌখিক অনুমতিও মিলেছে বলে দাবি করেন তিনি।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, সমাবেশকে সফল করতে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। বিএনপির পক্ষ থেকে এক দফার আন্দোলন ঘোষণা করা হয়েছে। এক দফার আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য ‘তারুণ্যের সমাবেশ’ মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সমাবেশের জন্য পুলিশের মৌখিক অনুমতি ও কেসিসি থেকে ভেন্যু ব্যবহারের লিখিত অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশ বেগবান করতে বিভিন্ন অঞ্চল থেকে কেন্দ্রীয় নেতারাও খুলনায় আসছেন।
এদিকে, তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অনুসারীরা প্রতিদিনই সভা, লিফলেট বিতরণসহ গণসংযোগ করছে।