রুপগঞ্জে কিশোরী গণধর্ষণ, গ্রেফতার ১
- আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ৮১
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের মামলায় এজহারনামীয় আসামী আব্দুল লতিফ (৩৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন পাড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার মৃত হাসান আলীর ছেলে। শুক্রবার দুপুরে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর অত্র মামলার ভিকটিম রূপগঞ্জ থানার লাভরাপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। পরবর্তীতে একই দিন ভিকটিমের ফুফার বন্ধুর সাথে গাউছিয়া এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে একই তারিখ রাত পৌণে ৯টায় রিক্সাযোগে ভিকটিমের ফুফুর বাড়িতে ফেরার পথে রূপগঞ্জ থানার পাবই এলাকায় অবস্থিত এসকেএফ ঔষধ কোম্পানির সামনে পৌছলে এজাহারনামীয় আসামিরা রিকশা থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে রূপগঞ্জ থানার ঠাকুর বাড়িরটেক সিম গার্মেন্টস এর দক্ষিণ পাশে ড্রেজার ঘরের মধ্যে নিয়ে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা পালাক্রমে ধর্ষণ করে। সেসময় ভিকটিমের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। এই কিশোরী গণধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (যার নং-৫০, তারিখ ১৮ নভেম্বরর ২০২২)। উক্ত ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলা হওয়ার ১২ ঘন্টার মধ্যেই এজাহারভূক্ত পলাতক আসামী আব্দুল লতিফকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামীকে রূপগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।