চরফ্যাশনে তেল চুরির দায়ে আটক-৩
- আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ৬১
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে সড়ক নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘ওয়েস্টার কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানির, জ্বালানি তেল চুরির দায়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
গত বুধবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় উপজেলার শশীভূষণ থানাধীণ রসুলপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে ৪০ লিটার চোরাইকৃত জ্বালানি তেল সহ চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করে শশীভূষণ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন পাটোয়ারীর ছেলে মো. আক্তার হোসেন (২৮), ও একই ওয়ার্ডের চান শরীফ’র ছেলে মো. বাবুল হোসেন (৪৫), এবং বগুড়া জেলার সেওলাগরী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের আইনুল’র ছেলে মো. মাহাবুব রহমান (২০)।
এসব বিষয়ে নিশ্চিত করে শশীভূষণ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোঁফরান সিকদার জানান, চরফ্যাশনের শশীভূষণ থানাধীন কাশেমগঞ্জ হইতে করিমপাড়া পর্যন্ত মেইন সড়কের নির্মাণ কাজ পরিচালনার লক্ষ্যে চরকলমী ব্রীজ ঘাট এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানী লিমিটেডের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়। ওই ক্যাম্প থেকে আটককৃত চোর চক্রের তিন সদস্য বুধবার রাতে অটোরিক্সাযোগে ৩ টি ছোট বড় জারকিনে করে ৪০ লিটার জ্বালানি তেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখে সন্দেহজনক ভাবে জিজ্ঞেসাবাদ করলে চোর চক্রের তিন সদস্য তেল চুরির সত্যতা স্থানীয়দের কাছে স্বীকার করেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তেল বহন করা অটোরিকশাটি সহ চোর চক্রের তিন সদস্যকে পুলিশ আটক করে। এরপর চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানাজার আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে মামলা দায়ের করার পরপরই বৃহস্পতিবার দুপুরেই তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানী লিমিটেডের প্রজেক্ট ম্যানাজার আমিনুল ইসলাম সুমনকে একাধিক ফোন দেয়া হলে রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
শশীভূষণ থানার (ওসি) মুহাম্মদ এনামুল হক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানি লিমিটেডের ক্যাম্প থেকে তেল চুরি করে নেয়ার সময় চোর চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে চুরি মামলা রুজি করে দুপুরেই আদালতে সোর্পদ করা হয়েছে।