সুনামগঞ্জ প্রতিনিধি:
মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের হাওর বৃত্ত থেকে উপজেলা সদরের হাওর বিলাস পর্যন্ত তরুন যুবকদের সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন এবং বিডব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। রেলীর শুরুতে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও নবায়নযোগ্য জ্বালানিতে শতভাগ বিনিয়োগের দাবীতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারী কলেজের প্রভাষক মশিউর রহমান এবং সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন'র সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করীম সাঈদ। পরে সাইকেল রেলী পলাশ থেকে শুরু হয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের হাওর বিলাসে শেষ হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না