০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৫৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এমনই চিত্র লক্ষ্য করা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকেই দূরপাল্লা বাস থেকে শুরু করে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী করা হচ্ছে। এছাড়া যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনের ব্যাকডালাও তল্লাশি করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

চিটাগাংরোড রোড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নীলাচল বাসে উঠেছেন আবুল হোসেন বলেন, মৌচাক আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছেন। তাদের কাজ তারা করেছেন। এখানে আমাদের তো আর কিছু করার নেই।

আরেক এক যাত্রী জানান, পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছেন। তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা আমাদের রুটিনমাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেনো কোনো নাশকতা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কিনা সেটাও দেখা হচ্ছে। পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও দেখা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এই তল্লাশী কার্যক্রম চলবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

আপডেট সময় : ০১:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এমনই চিত্র লক্ষ্য করা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকেই দূরপাল্লা বাস থেকে শুরু করে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী করা হচ্ছে। এছাড়া যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনের ব্যাকডালাও তল্লাশি করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

চিটাগাংরোড রোড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নীলাচল বাসে উঠেছেন আবুল হোসেন বলেন, মৌচাক আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছেন। তাদের কাজ তারা করেছেন। এখানে আমাদের তো আর কিছু করার নেই।

আরেক এক যাত্রী জানান, পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছেন। তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা আমাদের রুটিনমাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেনো কোনো নাশকতা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কিনা সেটাও দেখা হচ্ছে। পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও দেখা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এই তল্লাশী কার্যক্রম চলবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন