বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর এলাকায় ফ্রেস এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে মোংলা থেকে ফ্রেস এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে মহাসড়কের ভরসাপুর এলাকায় পৌছালে ডিজেল লিকেজ হয়ে হটাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। এই অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময়ে খুলনা- মোংলা জাতীয় মহাসড়কে আধা ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
রামপাল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১২টার দিকে মোংলা থেকে ফ্রেস এলপিজি প্লান্ট থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে রামপাল উপজেলার ভরসাপুর এলাকায় পৌঁছালে ডিজেল লিকেজ হয়ে হটাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে রামপাল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন লাগা ট্রাকটি থেকে এলপিজি গ্যাস বোঝাই সব সিলিন্ডারগুলো মহাসড়কের খাদের পানিতে ফেলে দেয়া হয়। ফলে অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পরে ট্রাকটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীর নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় খুলনা- মোংলা জাতীয় মহাসড়কে আধাঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না