বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি না করার দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ জুলাই) সকালে মোংলা কাঁচা বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান জানান, কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় ১জনকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশী দামে বিক্রি করায় ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন উপজেলা ভূমি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি রাহুল কুমার পাল ও মোংলা থানার একদল পুলিশ সদস্য।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না