বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাখালি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (৮ জুলাই) বিকালে জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফুটবলের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হন মিঠাখালি ফুটবল একাদশ বনাম সুন্দরবন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় কোন পক্ষই গোল করতে না পারায় ম্যাচ রেফারি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করে। ট্রাইব্রেকারে মিঠাখালি ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে সুন্দরবন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক কমিটির সভাপতি ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না