মতলব উত্তর প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুলালকান্দি গ্রামের অর্ধ-শতাধিক শিশু-কিশোরদের জন্য বই ও চকলেট উপহার পাঠিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
গত রোববার (২ জুলাই) বিকেলে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া এসব উপহার সামগ্রী দুলালকান্দি গ্রামের শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়। চেয়ারম্যানের পক্ষে বিষয়টির সার্বিক তত্বাবধান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং দুলালকান্দি গ্রামের তরুণ সংগঠক একেএম নাজমুল হাসান।
উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী, শিশুতোষ ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশু-কিশোররা, সেইসাথে খুশি অভিভাবক, এবং এলাকার সচেতন মহল।
উপজেলা চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়ে বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবির ঢালী বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। এই শিশুদের মানবিক, দেশপ্রেমিক, দায়িত্বশীল সর্বোপরি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বইয়ের কোনো বিকল্প নেই। ঈদ উপহার হিসেবে উপজেলা চেয়ারম্যানের বই পাঠানোর এমন অভিনব উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
সেইসাথে পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের ব্যাপারে সকল জনপ্রতিনিধিদের এভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এস সাক্ষাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বই মহামূল্যবান জিনিস। বইয়ের মাধ্যমে সঠিক ইতিহাস জানা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই বই পড়েন। আর ছোট ছোট শিশুরা যদি বই পড়ে তাহলে তাদের মেধা বিকাশিত হবে। আমার লক্ষ্য হল শিশু ও তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। তাই এই উদ্যোগ নিয়েছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না