মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করায় বৃদ্ধদের কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৬৬
রুবেল আশরাফুল, চরফ্যাশন:
ভোলার চরফ্যাশনে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মো. আলমগীর (৫৫) নামের এক বৃদ্ধকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) চরফ্যাশন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল মতিন খান সহকারী কমিশনার ভূমি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর উপজেলার চর-কলমি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর-মঙ্গল গ্রামের মৃত আঃ শহীদ এর ছেলে।
জানা যায়, ইভটিজিং করার দায়ে এই বৃদ্ধ আলমগীরকে নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে এবং তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল মতিন খান জানান, দীর্ঘদিন ধরে আলমগীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে স্থানীয়দের খবর পেয়ে শশীভূষণ থানার সহযোগিতায় আলমগীরকে হাতেনাতে আটক করে ইভটিজিং এর দায়ে ৫০৯ ধারায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।