ঝিকরগাছায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৬১
সুজন মাহমুদ,যশোর:
সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি-বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার, ৬জুলাই বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বল্লা বি,এন,কে মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ৮নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শিহরদাহ পুলিশ ফাড়ির অফিসার ইনর্চাজ জনাব সুব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানা অফিসার ইনর্চাজ জনাব সুমন ভক্ত।
প্রধান অতিথি সুন্দর সমাজ গঠনে সামাজিক সচেতনতা বিষক বিভিন্ন দিক নির্দেশনা মুলুক কথা বলেন এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন,সাধারন মানুষের যে কোন প্রয়োজনে মানুষের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছেদেবার কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৮নং নির্বাসখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব খায়রুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রুহুল আমিন ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আরোও ছিলেন, মোঃ মিথুন হোসেন সভাপতি বেজিয়াতলা ইংরেজ মাধ্যমিক বিদ্যালয়, শিহরদা পুলিশ ফাড়ি দারোগা সোহেল রানা, মোহাম্মদ আলহাজ্ব নজরুল ইসলাম,সভাপতি বল্লা দাখিল মাদ্রাসা, এডভোকেট মাহবুব আলম, প্রিন্সিপাল শাহানুর কবির,আলহাজ সিরাজুল ইসলাম,সভাপতি বললা মাধ্যমিক বিদ্যালয় মকবুল হোসেন, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়,আবু আজগার ,বল্লা প্রাইমারি প্রধান শিক্ষক, লিয়াকত মেম্বার, মোঃ আব্দুর রব মেম্বার, মিন্টু নির্বাসখোলা যুবলীগ সভাপতি, মজিবর রহমান, কুদ্দুস, সালাম, রিপন,শাহ আলম প্রমূখ।