বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) গ্রেফতার মো.ইসমাইল ইজারদার (১৯) কে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের ছেলে। এর আগে সোমবার (৩জুলাই) ইসমাইল ইজারদারকে প্রধান আসামী করে মামলাটি করেন ব্যাবসায়ী বিধান সাহা।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইল ওই কারখানায় কর্মরত শ্রমিক ছিল। বেকারি মালিকের খারাপ আচারণের কারণে তাকে মারপিট করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে ইসমাইল।
মামলা সুত্রে জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে হামলা চালায়। এতে বিধান সাহা গুরুতর আহত হন। সুস্থ হয়ে সোমবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করার পরপরই পু্লশি ইসমাইলকে গ্রেফতার করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না