জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দম্পতি নিহত
- আপডেট সময় : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৬৫
জসিম উদ্দিন, জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর পুত্র মোঃ মইন উদ্দিন (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গাছের ডাল বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিড়ে মোঃ মইন উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গিয়ে নিজে বিদ্যুৎপৃষ্ট হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জাহান নিশ্চিত করেছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।