বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে এক মহিলা নিজের সম্ভ্রম রক্ষা করতে তাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা কারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। উপজেলার জয়ডিহি গ্রামে রোববার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসহায় ওই মহিলা (৪০) জানান, তার প্রতিবেশী এসকেন মোল্লা (৪৫) বেশ কিছু দিন ধরে তাকে উত্যক্ত করছে। ঘটনার রাতে বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ চেষ্টা করে এসকেন মোল্লা। তখন বারংবার তাকে ঘর থেকে বের হতে বলা সহ নিজেকে রক্ষা চেষ্টা করেন মহিলা। কোনো কিছুতেই নিবারণ করতে না পেরে এসকেনকে খাটের উপর শুয়ে পড়তে বলেন, তখন শুয়ে পড়তেই ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন ওই মহিলা। এরপর প্রাণ বাচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে দৌড়ে পালায় এসকেন মোল্লা। এঘটনায় ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে তথ্য সংগ্রহে এসকেন মোল্লার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম বলেন, এসকেন চিকিৎসাধীন আছেন। কোথায় আছেন তা তিনি জানেন না। এছাড়া ওই মহিলা (পুরুষাঙ্গ কর্তনকারি)ভালো না, ওর কয়েকটা বিয়ে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না