বাগেরহাট প্রতিনিধি:
খুলনা বিভাগীয় কশিনার মো.হেলাল মাহমুদ শলীফ বলেছেন, বজ্রপাত থেকে রক্ষার অন্যতম উপায় জনসচেতনতা বৃদ্ধি করা। সরকার এই বিষয়ে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বাগেরহাটে ১ লক্ষ তাল গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ফকিরহাট উপজেলার বেতাগায় তালের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন কালে বিভাগীয় কশিনার মো.হেলাল মাহমুদ শলীফ এ কথা বলেন।
মো.হেলাল মাহমুদ শলীফ বলেন, বজ্রপাত বাংলাদেশের মানুষের কাছে এক মহা আতঙ্কে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যু হার বেড়েছে লক্ষণীয়ভাবে। এতদিন এই বজ্রপাত ছিল গ্রাম, হাওর বা বিল এলাকায়, এখন শহর এলাকায়ও দেখা যাচ্ছে। বর্তমান সরকার বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। বজ্রপাত এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ এবং পরিবেশবিদের এক সাথে কাজ করতে হবে।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,এডিসি জেনারেল হাফিজ আল আছাদ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী,সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদাল, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান বাবু স্বপন দাসসহ স্থানীয় সুধীজরনা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না