মতলব উত্তর ব্যুরো:
দল থেকে মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীরা অনেক আগেই জেনে গেছেন তাদের প্রতীকের কথা। বাকি রয়েছেন স্বতন্ত্র মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীদেও প্রতীক বরাদ্দ।
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার পর এখন অপেক্ষার প্রহর গুণছেন প্রার্থীরা। মেয়র পদে দলীয় প্রতীক থাকবে। সেজন্য দুই মেয়র প্রার্থী তাদের প্রতীক নিয়ে ইতোমধ্যে লিফলেট ছাপিয়ে ফেলেছেন। তাদের ইস্তেহারও প্রস্তুত। শুধু সময়মত ঘোষণা দিয়ে বিতরণ শুরু হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থী আরিফ উল্যাহ সরকারের সাথে ১৪দলের বৈঠকের পর এখন নিজ দল ছাড়াও ১৪দল জোটগতভাবে নির্বাচনী প্রচারণায় নামবে। জাতীয় পার্টিও প্রার্থী মো. সেলিম হোসেনও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। অপেক্ষার প্রহর গুনছেন কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২৬ জুন প্রতীক বরাদ্দ করা হবে।
বিভিন্ন চায়ের দোকান, রাস্তার মোড়ে মোড়ে এখন প্রতীক নিয়ে চলছে নানা খোশগল্প। কে কোন প্রতীক পেতে যাচ্ছেন, যদি একই প্রতীক দু’জনের পছন্দ হয় তাহলে কি হবে, লটারির ফল অনুকূলে না প্রতিকূলে যাবে-এমন সব নানা জল্পনা কল্পনা। এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারের মাঝে রয়েছে উৎসাহ-উদ্দীপনাও। তবে প্রার্থীর চেয়ে যেন সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যেই বেশি কৌতুহল। প্রতীক পেলেই শুরু হয়ে যাবে ‘তোমার আমার মার্কা-মার্কা’ স্লোগানে নিয়ে জনসংযোগ। এদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের সম্ভাব্য পোলিং বুথ এজেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না