সুনামগঞ্জ সংবাদদাতা
আট বছর পর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কাউন্সিল অধিবেশন না করে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন ঘোষণা করেন, দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের নিয়ে সাবজেক্ট কমিটি বসে সমঝোতার মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।
জেলা সভাপতি পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করলে দ্বিতীয় অধিবেশনের জন্য কাউন্সিলরা পূর্ব নির্ধারিত আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সমবেত হন।
কেন্দ্রীয় ও জেলার নেতারা দুপুরের খাবারের জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। খাবার শেষে নেতৃবৃন্দ কমিটি নিয়ে আলাপ আলোচনাকালে একমত হতে না পারায় একে একে সবাই জগন্নাথপুর ত্যাগ করেন। দ্বিতীয় অধিবেশনের নির্ধারিত স্থলে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ অপেক্ষা করলেও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সভাস্থলে না এসে একজন ঢাকায় ও অপরজন সুনামগঞ্জ চলে যান। দীর্ঘ অপেক্ষার পর কাউন্সিলররা বিক্ষোভ করে অধিবেশন স্থল ত্যাগ করেন। রাত ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের পূর্বতন কমিটির সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সাধারণ সম্পাদক, মিজানুর রশীদ সহ সভাপতি ও আবুল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না