ঝিকরগাছায় জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত
- আপডেট সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ৫৫
সুজন মাহমুদ, ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পারবাজার শিব মন্দিরের আয়োজনে ও শ্রী শ্রী নিতাই চৈতন্য নামহট্ট সংঘের পরিচালনায় বুধবার সারাদিন ব্যাপী আলোচনা ও বিকালে রথযাত্রা বের হয়।
পারবাজার শিব মন্দিরের শ্রী শ্রী নীতাই চৈতন্য নামহট্ট ও অধ্যক্ষ পরম্প্রতি মাধব ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকার ইসকনের রাজিব লৌচন রামদাস প্রভু, তাঁতীবাজার ঢাকার শ্রী শ্রী হরে কৃষ্ণ নামট্ট সাধারণ সম্পাদক পরমানন্দ অবতার দাস, যশোরের চাচড়া ইসকনের অধ্যক্ষ অপর গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা সভাপতি দুলাল অধিকারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দত্ত, অর্থ বিষয়ক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার দাস, উপজেলা শাখার সদস্য নিখিল পাল, পারবাজার শিব মন্দিরের শ্রী শ্রী নীতাই চৈতন্য নামহট্টের সাধারণ সম্পাদক নন্দ কিংকর গোপাল দাস, প্রচার সম্পাদক সুশান্ত সেন, পারবাজার শিব মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ গোবিন্দ ঘোষ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক সাগর বিশ্বাস ও সদস্য সচিব অমিত কুমার দত্ত প্রমূখ।