বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হয়ে ৫ম শ্রেনীতে পডুয়া এক ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মা বাদী হয়ে রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক গাববুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার।
অভিযোগ এবং নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা রেশমা বেগম জানান, তার শিশুপুত্র হাবিবুর রহমান (১২) উপজেলার গাববুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। স্কুলের সহকারী শিক্ষক আবুল বাশার গত বুধবার (১৪ জুন) হাবিবুর রহমানকে স্কুলের ক্লাসরুমে দরজা বন্ধ করে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে স্কুল থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে।
রেশমা বেগম আরো অভিযোগ করেন, ওই শিক্ষক কারনে অকারনে স্কুলের কোমলমতি শিশুদের উপর এভাবে নির্যাতন করেন। এর আগে ও আমার ছেলেকে এক সপ্তাহ আগে মারপিট করেন এক সপ্তাহ পার না হতেই আবার আজ মেরে হাতের নখ ফেটে রক্ত বের হয় এবং কাঁধের উপর স্কেল দিয়ে মারে এতে কাঁধ ফুলে উঠেছে। কাঁধ নাড়াচাড়া করতে পারছে না। আমার বাচ্চার মতো আর কেউ এমন ভুক্ত ভুগি না হয়। এর সুস্থ সমাধান চাই।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল বাশার বলেন, এই বিষয়ে আমি অভিযুক্ত না।
এ বিষয়ে গাববুনিয়া স্কুলের প্রধান শিক্ষিকা শামিমা শবনম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন লিখিত অভিযোগ পেলে স্কুল কমিটি এ বিষয়ে পদক্ষেপ নেবে।
রামপাল প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শেখ ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করা হয়েছে, অভিযোগটি তদন্তধীন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না