বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান
- আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ৬৪
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপিরচালক মহোদয়ের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট এর আয়োজনে এ বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন করেন জেলা কমান্ড্যান্ট মো.মাজহারুল ইসলাম ভূঁইয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মুজিবুর রহমান জমাদ্দার, বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক এস.এম ফয়সাল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জুন-২০২৩ তারিখে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্ধোধন করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় আনসার-ভিডিপি একাডেমি,আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা, ক্লাব সমিতি কর্তৃক ২০,২০০ টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হচ্ছে এবং ২০জুন সকালে একযোগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বাগেরহাটে ৭৫ (পচাত্তর) টি,৯ টি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৫ (পনের) টি করে মোট- ১৩৫ (একশত পয়ত্রিশ) টি এবং ২ টি ক্লাব সমিতিতে ১০ (দশ) টি করে মোট ২০ (বিশ) টি সহ সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।