সোহেল রানা রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাক ও সিএনজির চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৫) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার, ১৯ জুন বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। অপর দিকে আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে যুগিশো কেয়াতলা নামক স্থানে এক সিএনজির সঙ্গে কাফির মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় পাশ দিয়ে যাওয়া চলন্ত পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে।
দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং দুর্ঘটনাকৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এবিষয়ে কেউ মামলা করলে মামলা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না