মতলবে গরুর বাজারের স্থান পরিবর্তন করায়, এলাকাবাসীর ক্ষোভ
- আপডেট সময় : ১০:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৫৮
মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার আসন্ন ঈদুল আজহায় ঐতিহ্যবাহী বহরী আড়ং বাজারের গরুর হাটের স্থান পরিবর্তন করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতি বছরের ন্যায় এবছরও মতলব দক্ষিণ উপজেলার উপাদি উঃ ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরী আড়ং বাজারের গরুর হাটের ইজারা দেওয়া হয়। ইজারায় গরুর বাজারের স্থান বহরী আড়ং বাজার উল্লেখ থাকলেও, এলাকার বি,এন,পি জামাত শিবিরের কিছু লোকজনকে সাথে নিয়ে কিছু দুস্কৃকারী নিজেদের মধ্যে লিয়াজু করে, বাজারটি ধ্বংসের লক্ষ্যে, বহরী কলেজ সংলগ্ন রবিউল্লাহর দিঘির দক্ষিণ পাড়ে গরুর বাজারটি বসিয়েছে। এতে করে ঐ ইউনিয়নের লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বহরী গ্রামের খোরশেদ আলম খান, ইকবাল মাষ্টার, হান্নান খান, শাহজাহান বকাউল, নুর মোহাম্মদ,, সুজন,মোহাম্মদ হোসেন, বাজারের বিষয়ে বলেন, আমাদের উপাদি উঃ ইউনিয়নের জন্য বহরী আড়ং বাজার হচ্ছে মধ্যবর্তী স্থান, এখানে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস সবকিছুই একসাথে, এবং এই বাজারটিও বহু পুরনো। আমরা ছোটবেলা থেকে এ বাজার থেকেই বাব, দাদাদের সাথে ঈদের গরু কিনতে আসতাম। কিন্তু এ বছর হটাৎ করে, কেনো পরিবর্তন হলো আমরা বুঝতে পারছিনা। সচেতন মহলের লোকজনের প্রশ্ন, এলাকার দুস্কৃকারী কিছু লোকের ব্যাক্তি স্বার্থের জন্য বি,এন,পি জামাত শিবিরের লোকজনকে সাথে নিয়ে ১০০ বছর পুরনো বাজারটিকে ধ্বংস করার উদ্দেশ্যে, লিয়াজু করে কিভাবে পুরো ইউনিয়ন বাসীর জন্য বেকোয়াট একটি জায়গায় গরুর হাট বসানো হলো, আমরা মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কাছে এই প্রশ্নটিই রাখলাম।