ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাংক কর্মকর্তা ও ইজারাদারের সাথে ওসি কামালের মতবিনিময়
- আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৫৩
ষ্টাফ রিপোর্টার:
ঈদুল-আযহা উপলক্ষে কোরবানি পশু ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা জোরদারসহ সকল ক্ষেত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করণে ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন গরুর হাট বাজারের ইজারাদারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন কোতোয়ালী পুলিশ।
সোমবার (১৯জুন) বিকালে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গনে নগরীতে অবস্থিত ব্যাংক কর্মকর্তা ও কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক
মতবিনিময় করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।
ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, আগের ঈদগুলোর মতো এবার ও কোন সমস্যা হবে না। বাজারে টাকার পরিমাণ ও লেনদেন হলে পুলিশের সাথে যোগাযেগ করবেন। তাহলে পুলিশ গিয়ে টাকা পৌছানোর ব্যাবস্থা করে দিবে। একটা ঘটনা ঘটনার আগেই ব্যাবস্থা নিলে দুর্ঘটনা হয় না। হাট ইজাদারদের প্রতি অনুরোধ রাস্তায় কোনভাবেই গরু রাখবেন না, গরুর হাটে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখবেন। হাটে যেন গুজবের মাধ্যমে কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন। যারা হাট ইজারাদার নিজেদের মধ্য বিবাদ করবেন না। হাটে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন। আসন্ন গরুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারী দেন। বড় বড় বাজারে জাল টাকা মেশিনের ব্যাবস্থা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন ওসি। এসময় কোতোয়ালী মডেল থানা সংলগ্ন ২নং ফাড়ি ইনচার্জ সামদানী, ৩নং ফাড়ি ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও বাজারের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।