সহপাঠীর ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত
- আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৫৮
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে পরিক্ষা শেষে বাড়ী ফেরার পথে এক সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার শান্তিগঞ্জ মোড়ে সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণীর ছাত্র জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্ত সাহা (১৭) ও নবম শ্রেণীর ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)। আহতদের মধ্যে জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহা’র অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরি দিয়ে হামলা চালানো সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাছির সরদারকে (১৮) পুলিশ স্থানীয়দের সহয়তায় আটক করেছে। আটককৃত শিক্ষার্থী নাছির সরদার উপজেলার আড়য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফকিরহাট উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ জানান, আহত তিন শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুসা আব্দুল্লাহ নামে আহত এক শিক্ষার্থীকে ফকিরহাট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, সোমবার দুপুরে উপজেলার মূলঘর এলাকার সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের পরিক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ী ফিরছিলেন। এসময়ে শান্তিগঞ্জ মোড়ে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই কলেজের বিএম শাখার একাদশ শ্রেণীর ছাত্র নাছির সরদারের এলোপাতাড়ি ছুরিরকাঘাতে তার দুই সহপাঠী জাকারিয়া হাওলাদার, জয়ন্ত সাহা ও নবম শ্রেণীর ছাত্র মুসা আব্দুল্লাহ আহত হয়। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা হাপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত সাহা’র অবস্থা গুরুতর হওয়ায় এই দুই শিক্ষার্থীকে পরে খুলনা মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করা হয়। পুলিশ স্থানীয়দের সহয়তায় ছুরি দিয়ে হামলাকারী শিক্ষার্থী নাছির সরদারকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান ওসি।