কক্সবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৭৩
কাজল কান্তি দে, কক্সবাজার:
সারাদেশের ন্যায় কক্সবাজারেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। রবিবার জেলা স্বাস্থ্যবিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান।
উদ্বোধনকালে সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান বলেন, এবারের ভিটামিন এ ক্যাস্পেইনে স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের পাশাপাশি রোহিঙ্গা শিশুদেরও একই সাথে এ ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে তাদেরকেও এটি খাওয়াবে।ক্যাম্পেইনের পরবর্তী চারদিনে তা করা হবে। সংশ্লিস্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো হবে এ ক্যাপসুল।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো সারোয়ার সালামমের সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা ইমরুল কায়েস, পৌরসভার মেডিকেল অফিসার ডা. সামিয়া রহমান, জেলা ইপিআই সুপার সাইফূল হক.গণস্বাস্থ্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এবার জেলার আটটি উপজেলার ১,৮০২টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪২৭ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪লাখ ২৫ হাজার ৫৫৬ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ ছাড়া একই সাথে উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ১ লক্ষ ৫২ হাজার ৩৫৬জন উভয়বয়সী শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।ক্যাম্পে চারদিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।