মোঃ জাভেদ হোসেন:
চাঁদপুর মডেল থানা পুলিশের বিষেশ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। শনিবার, ১৭ জুন দুপুরের সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশিদ নির্দেশে, এসআই মো.শাহরিন হোসেন, এএসআই তসলিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দিয়া হরিনা চৌর রাস্তা এবং হরিনা ফেরিঘাট মধ্যবর্তী বিআইডব্লিউটি মাঠের উত্তর পাশে গাজী বাড়ী পাকা রাস্তার উপর চেক পোস্ট চলাকালীন সময়ে একটি ট্রাক গাড়ী যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ২২-৭৬১৩, গাড়ীতে থাকা ৫ কেজি গাঁজাসহ ৩ জন কে আটক করে।
আটকৃতরা হলেন, হাসান শেক (২২) পিতা আমির শেক, হাবিব শেখ (৩০) পিতা লতিফ শেখ, আব্দুল আলিম মোল্লা (৩২) সর্ব সাং উত্তর গোবিন্দিয়া, থানা জেলা চাঁদপুর।
আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন যাহার মামলা নং ৭২।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশিদ জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না