মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার, ১৮ জুন বেলা সাড়ে ১১টায় মোহনপুর কাজী বাড়ি থেকে মিজানুরকে আটক করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এসব বিষয় নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
এর আগে গতকাল বিকেলে বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় তিনজন। পরে তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবু (৪৮) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ইমরান ব্যাপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাঁকে প্রথমে নৌকা প্রতীক দেওয়া হলেও পরবর্তীতে অন্যজনকে নৌকার প্রার্থী হন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না