জামালগঞ্জের নতুন ইউএনও মাসুদ রানা
- আপডেট সময় : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৬১
ষ্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাকে দুর্ণীতিমুক্ত আধুনিক উপজেলা হিসাবে উপহার দেওয়ার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকারে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার ১৩ই জুন ২০২৩ তারিখ তিনি জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে জামালগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে উপহার দিতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস প্রশাসন ক্যাডার) এর একজন সদস্য। তিনি ৩৫ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ী নেত্রকোনা জেলার মদন উপজেলায়। এর আগে তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলায় সহকারী কমিশনার ভূমি পদে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদসহ বিভিন্ন জেলায় কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।