ত্যাগীদের বঞ্চিত করে পরানগঞ্জে কৃষক লীগের নতুন কমিটি দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০২:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৬৫
ময়মনসিংহ প্রতিনিধি:
দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের কমিটি দেওয়াকে কেন্দ্র দলীয় নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনা চলছে। হতাশ হয়েছেন তৃর্ণমুলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।
গত ১৫ ই জুন ২০২৩ তারিখ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ইউছুফ আলী খাগডহর ইউনিয়ন কৃষক লীগ পার্টি অফিসে বর্ধিত সভার আয়োজন করে সেখানে গোপনে পরানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের কমিটি দিয়েছেন বলে অভিযোগ পরানগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দের। পুর্ব ঘোষিত কমিটির মেয়াদ আরো ১০ দিন সময় থাকতেই গোপনে তরি গরি করে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে বলে নেতৃবৃন্দের অভিযোগ। অথচ পুর্বের কমিটি বিলুপ্ত দেওয়া হয়নি।
সম্প্রতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল পরানগঞ্জ ইউনিয়নে রাজনৈতিক সফরে গেলে তার উপস্থিতিতেই এমন অভিযোগ জানান পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল গত ১৭ই জুন বোররচর ইউনিয়নে পথ সভা শেষ করে রাত ৮টায় পরানগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে বসলে এমন এমন অভিযোগ করেন নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের এমন অভিযোগের কথা শুনে জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টুর সাথে মোঠো ফোনে কথা বলে কমিটি স্থগিত রাখার বিষয়ে পরামর্শ দেন। পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ঘোষিত কমিটি স্থগিতের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সভাপতি মাহবুব হক কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও পরানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হুদা, ও সাধারণ সম্পাদক বজলুল হক,সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুদু, বঙ্গবন্ধু পরিষদ পরানগঞ্জ ইউনিয়ন সভাপতি রুবেল আহাম্মেদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার,যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকার বাচ্চু, ডাক্তার সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ শহীদ সদর উপজেলা ছাত্র লীগ যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল মামুন, ইউনিয়ন যুগ্ম সম্পাদক মমিনুল হক রাফি,সহ আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগ কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। পরানগঞ্জ ইউনিয় বিলুপ্ত ঘোষণা না করেই নতুন কমিটি ঘোষণা দেন। এতে পদ প্রত্যাশি অনেক নেতৃবৃন্দ সিবি জমা দিতে না পারায় তাদের মাঝে বিক্ষোভ শুরু হয়। একাটা কমিটি বিলুপ্ত ঘোষণা না করে আরেকটা কমিটি কিভাবে হয়? এনিয়ে পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝেও আলোচনা সমালোচনা চলছে।