ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম জমা
- আপডেট সময় : ১০:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৬১
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমর্থকদেরকে নিয়ে মনোনয়ন ফরম জমা করেছেন।
শনিবার (১৭ জুন) সকালে ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত জনতার সামনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টার ছেংগারচর পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের বলেন, আগামী ১৭ জুলাই আপনারা মনে কোন রকম ভয়-ভীতি না রেখে, আমি যে প্রতীক পাই, সে প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনাদের কাছে আমার এই প্রত্যাশা রইল। আপনারা সবাই আমার সম্পর্কে জানেন, আমি একজন শিক্ষক মানুষ, সাবেক ছেংগারচর পৌরসভার কাউন্সিল ছিলাম, আমার ব্যক্তিগত কোন চাহিদা নেই।
ইনশাআল্লাহ আমি পৌর মেয়র পদে জয়যুক্ত হলে অবহেলিত ছেংগারচর পৌরসভাকে উন্নয়ন, পানীয় জলের সংকট, সড়ক সংস্কার সহ সকল নাগরিক সুবিধা সকলকে সাথে নিয়ে কাজ করে যাব।