সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে আহত মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি প্রতিনিধি দল। শুক্রবার বরিশালের চরমোনাই দরগায় গিয়ে তার অসুস্থতার খোঁজ-খবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব আলহাজ¦ আতিকুর রহমান নান্নু মুন্সীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা ।
এর আগে গতকাল সোমবার (১২ জুন) বরিশালে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না