রামপাল নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৫০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় রামপাল থানা ও নৌ পু্লশি যৌথভাবে থানা সীমানার মানিক নদীর চর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় রামপাল নৌ পু্লশি থানায় মৃতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
নৌ পু্লশি লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এবং নৌ পু্লেিশর ওসি শরিফুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হাসিব বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।