বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় জোরপূর্বক বিনি টাকায় জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য ভয় দেখানোর উদ্দেশ্যে মোঃ সাখাওয়াত হোসেন ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।বাঁধাল গ্রামের মৃত আবুল কাশেম মৃধার ছেলে হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন ও তার ছেলে মেহেদী হাসান এমনটি জানিয়েছেন।
এ বিষয়ে আরো জানা যায়, গত ১৪ জুন বিকাল ৫ টায় বাঁধালে ভুক্তভোগীর নিজ বাড়িতে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজির উদ্দেশ্যে এ আক্রমণ চালায়।মেহেদী হাসান জানান, সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে আমাকে ডাকলে আমি বাহিরে আসলে কিছু না বোঝার আগেই আমাকে মারধর শুরু করে। এ সময় তাদের হাতে লোহার রড, লাঠিসোটা ও পাইপ ছিল বলেও তিনি উল্লেখ করেন।
হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমি আছরের নামাজ পরতে ছিলাম এমন সময় টেরপাই আমার ছেলেকে সন্ত্রাসীরা মারধর করছে আমি সহ আমার স্ত্রী ও মেয়ে ছুটে গিয়ে ঠেকানোর চেষ্টা করলে আমাদের উপর ও আক্রমণ করে।এসময় আমার পাঁজরের একটি হার ভেঙে যায় এবং আমার স্ত্রী- সন্তান আঘাত প্রাপ্ত হয়। আমরা উপায়ন্তর না পেয়ে দ্রুত সরকারি ৯৯৯ এ ফোন দিলে ঘটনা স্থল থেকে কচুয়া থানা পুলিশ আমাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় গোপালপুর গ্রামের মৃত কায়কোবাদের ছেলে রাসেল শেখ(৪৫),একি গ্রামের জাফর খানের ছেলে শাওম খান(২৫),লাল মেয়ার ছেলে কাওছার শেখ(২৬),প্রতাপ পুর গ্রামের আসরাফ খানের ছেলে মহিদুল ইসলাম খান(৩২), একি গ্রামের জহর মোল্লার ছেলে এনামুল মোল্লা (২৫),মৃত মকবুল মোল্লা ছেলে শহিদুল ইসলাম, বাধাল গ্রামের অনিল দাসের ছেলে উত্তম দাস(৩৫), আবু মল্লিকের ছেলে মিরাজ মল্লিক(২৫) জরিত বলে তিনি উল্লেখ করেন।
বাগেরহাট সদর হাসপাতালের আরএমও জব্বার ফারুকী জানান, গতকাল জনাব হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন নামে একজন রোগী আমাদের এখানে এসেছেন।তিনি উল্লেখ করেছেন তাকে মারধর করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের এখানে ভর্তি রয়েছেন।তার পরীক্ষা-নিরীক্ষা চলছে,পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে তিনি কতটা সুস্থ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না