১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পরে এক নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টা রেলস্টেশন থেকে কিছুদূরে রেল কোয়ার্টার মসজিদের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হেনা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক ভোর (৪:৩০) মিনিটের দিকে বারহাট্টা রেলস্টেশনে ঢুকার কিছুদূর আগে এই দুর্ঘটনাটি ঘটে।
ট্রেনে কাঁটা পড়ে নিহত হেনা আক্তার বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার স্টেশনের পার্শ্ববর্তী রেল কলোনিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করত।
নিহত হেনা আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত হেনা’র শশুর নূরুল আমিন রেলে চাকরি করার সুবাদে রেলে চাকরিরত অন্যান্য পরিবারের সাথে বসবাস করত।
হেনা আক্তারের স্বামী ওমর ফারুক পেশায় একজন ওয়াকসপ মিস্ত্রি। তাঁদের সংসারে ফারিয়া আক্তার নামের ৩ বছরের এক কন্যা শিশু রয়েছে।
নিহতের মা-বাবা ও পাড়া-প্রতিবেশীরা জানান, গত চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে হেনার সাথে তার স্বামী ওমর ফারুক, শ্বশুর-শ্বাশুড়ি ও অন্যান্য আত্মীয় স্বজনদের খুব ভাল সম্পর্ক ছিল।
ঘটনা সূত্রে জানাযায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেলস্টেশনে ঢুকলে ময়মনসিংহ থেকে আসা বারহাট্টা সদরের গড়মা গ্রামের দুই যাত্রী রেললাইন পার হয়ে বাড়ী যাওয়ার পথে মহিলার লাশটি তাদের চোখে পরে। তৎক্ষনাৎ তারা (৯৯৯) এ ফোন করে খবরটি পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে বারহাট্টা থানার কর্তব্যরত পুলিশ এসে রেলপুলিশকে অবহিত করেন।

পরে রেলপুলিশের (এ.এসআই) মো. ফজলুর রহমান ও তার সহযোগী কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে এসে, নিহতের লাশ উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রেখে রেল চলাচল স্বাভাবিক করেন এবং তাদের উর্ধতন কতৃপক্ষে অবহিত করেন।
মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পরে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টা রেলস্টেশন থেকে কিছুদূরে রেল কোয়ার্টার মসজিদের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হেনা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক ভোর (৪:৩০) মিনিটের দিকে বারহাট্টা রেলস্টেশনে ঢুকার কিছুদূর আগে এই দুর্ঘটনাটি ঘটে।
ট্রেনে কাঁটা পড়ে নিহত হেনা আক্তার বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার স্টেশনের পার্শ্ববর্তী রেল কলোনিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করত।
নিহত হেনা আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত হেনা’র শশুর নূরুল আমিন রেলে চাকরি করার সুবাদে রেলে চাকরিরত অন্যান্য পরিবারের সাথে বসবাস করত।
হেনা আক্তারের স্বামী ওমর ফারুক পেশায় একজন ওয়াকসপ মিস্ত্রি। তাঁদের সংসারে ফারিয়া আক্তার নামের ৩ বছরের এক কন্যা শিশু রয়েছে।
নিহতের মা-বাবা ও পাড়া-প্রতিবেশীরা জানান, গত চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে হেনার সাথে তার স্বামী ওমর ফারুক, শ্বশুর-শ্বাশুড়ি ও অন্যান্য আত্মীয় স্বজনদের খুব ভাল সম্পর্ক ছিল।
ঘটনা সূত্রে জানাযায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেলস্টেশনে ঢুকলে ময়মনসিংহ থেকে আসা বারহাট্টা সদরের গড়মা গ্রামের দুই যাত্রী রেললাইন পার হয়ে বাড়ী যাওয়ার পথে মহিলার লাশটি তাদের চোখে পরে। তৎক্ষনাৎ তারা (৯৯৯) এ ফোন করে খবরটি পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে বারহাট্টা থানার কর্তব্যরত পুলিশ এসে রেলপুলিশকে অবহিত করেন।

পরে রেলপুলিশের (এ.এসআই) মো. ফজলুর রহমান ও তার সহযোগী কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে এসে, নিহতের লাশ উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রেখে রেল চলাচল স্বাভাবিক করেন এবং তাদের উর্ধতন কতৃপক্ষে অবহিত করেন।
মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন