মতলবে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৬৩
মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমিন প্রধান (৩৮)কে গ্রেপ্তার করে থানা পুলিশ। মঙ্গলবার, ১৩ জুন রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোহাম্মদ আল আমিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানাধীন ১০নং ফতেহপুর পূর্ব ইউপিস্থ ৩নং ওয়ার্ড দক্ষিন লুধুয়া (নয়াকান্দি) সাকিনের আউলিয়া প্রধান বাড়ী আসামী মো. আল আমিন এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর আসামী আল আমিন প্রধানকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার দক্ষিণ লুধুয়া (নয়াকান্দি) গ্রামের মৃত হেলাল প্রধানের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।