সাংবাদিক সম্মেলনে ভবন মালিকের অভিযোগ পোশাক কারখানায় আগুন পরিকল্পিত
- আপডেট সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৬৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ তুলেছেন মার্কেট মালিক চাঁন মিয়া। বুধবার (১৪ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ ফজর আলী গার্ডেন সিটি মার্কেটে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন। তার আগে কারখানা মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ভবনটির পরিচালক প্রশাসন মো.শহিদুল ইসলাম।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁন মিয়া বলেন, ভবনটির পঞ্চম তলায় মেসার্স এম, এস এন্টারপ্রাইজ ও মহিকন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানা পরিচালনা করছেন মো.মহিউদ্দিন ভূঁইয়া। গত ৭ জুন রাত পৌনে বারোটায় কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকান্ডের আগে ও পরে মালিক পক্ষের ভূমিকায় প্রতিয়মান হচ্ছে বিশেষ কোন সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে কারখানা মালিক পক্ষ।
তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেল পাঁচটায় কারখানা ছুটি হয়। এর পর বাহির থেকে বিদ্যুতের মেইন চুইজ বন্ধ করে দিয়ে কর্তপক্ষের সবাই চলে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে কারখানা মালিক মহিউদ্দিন আসে ম্যানেজার ও পিএমকে ফোন করে কারখানায় আনেন। তারা আসার পর কারখানায় থাকা ব্যাংক ও বীমাসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রের ফাইল সরিয়ে নিয়ে রাত আটটায় পিএম চলে যান। পরে ম্যানেজার আনোয়ার ও মালিক মহিউদ্দিন রাত নয় টায় কারখানা থেকে বের হন। ওই দিন রাতে কারখানার নিজস্ব কোন নিরাপত্তাকর্মী ছিলনা। অগ্নিকান্ডের পরদিন মালিকপক্ষ পরিস্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেন। গত ১০ জুন রাত সাড়ে নয়টায় আবার ওই কারখানায় আগুন লাগে। পূর্বের ন্যায় ওই দিনও কারখানা তালাবদ্ধ ছিল। তখন মার্কেটের সকল ব্যবসায়ীরা আবার তালা ভেঙে আগুন নিয়ন্ত্রন করেন। দুইবার আগুন লাগার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই আগ্নিকান্ডের রহস্য উদঘাটনের জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পাশাপাশি থানা সাধারণ ডায়েরী করেছি। কারখানা মালিক পক্ষের কথাবার্তা ও আচরণে পরিকল্পিতভাবে আগুন লাগানোর সন্দেহ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভবনটির তৃতীয় তলার গ্রেন্ডতাজ পার্টি সেন্টারের পরিচালক মো: শহিদুল ইসলাম, দ্বিতীয় তলার এস,আলম ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: ইব্রাহীম খলিল, নিচতলার এলজি বাটারপ্লাই শো-রোমের ম্যানেজর মো: সাইফুল ইসলাম ও পারটেক্স ক্যাবলের ম্যানেজার মো. জালাল উদ্দিন।