সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী নাদিরা গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ৫৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনতার সহযোগিতায় নাদিরা (৩২) নামের এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (২) গ্রেফতার করে তাকে।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক। গ্রেফতারকৃত আসামি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ছিনতাইকারী। গতকাল সানারপাড় এলাকার লিপি গার্মেন্টসের সামনে ছিনতাই করাকালীন সময়ে ঐ এলাকার জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, নাদিরা একজন পেশাদার ছিনতাইকারী। ইতিপূর্বেও তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। তবে জেল হাজত থেকে জামিনে বের হয়েই সে আবার ছিনতাই কাজ করেন। গতকাল আমাদের থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।