মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির সন্তান, যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সিআইপি এম. ইসফাক আহসানের পরিবারের পক্ষ থেকে উপজেলার গৃহহীনদের পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ৫০০ ঘর উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের ছোট ষাটনল গ্রামের মৃত সিরাজ সরকারের স্ত্রী হাজেরা বেগম এবং ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. আলী প্রধানের মেয়ে মাজেদা বেগম কে একটি করে দুটি বসতঘর নির্মাণ করে উপহার দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মধ্য ষাটনল বাইতুল নূর জামে মসজিদ, বড় ষাটনল বাইতুল নূর জামে মসজিদ, পূর্ব ষাটনল নবীনগর জামে মসজিদ এবং লুধুয়া গ্রামের ২টি মসজিদের চলমান কাজ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান দিবেন বলে আশ্বাস প্রদান করেন।
বসতঘর হস্তান্তর শেষে শিল্পপতি ইসফাক আহসান সিআইপি বলেন, উপজেলায় আমার বাবা ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি গৃহহীনদের মাঝে প্রায় পাঁচশত বসতঘর নির্মাণ করে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি দুটি বসতঘর নির্মাণ করে উপহার দিয়েছি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি। ঘর নির্মাণ ছাড়াও আমরা প্রতিবছরই কাপড় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ, অসহায় মেয়েদের বিয়ের খরচ, এলাকায় কিছু বয়স্ক ভাতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় আর্থিক সহযোগিতা করে বিভিন্ন অনুদান দিয়ে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. জসিমউদদীন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শাহআলম সরকার, ফতেহপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসানাত, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সৈয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মাশরাফি মাসুদ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সায়েম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, যুবলীগ নেতা নুরে আলম মোল্ল্যা, আহসানুজ্জামান সজিব, আল-আমীন (আমিন বিডি), এখলাসপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির মুন্না, নুরু মিয়া (রাজা), উপজেলা বঙ্গবন্ধুর তথ্যপ্রযুক্তি লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আনিছ সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃত্ব।
বসত ঘর উপহার পাওয়ার পর ছোট ষাটনল গ্রামের মৃত সিরাজ সরকারের স্ত্রী হাজেরা বেগম আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলাম, আমার থাকার মতো কোন ঘড় ছিলনা, একটি ঘড়ের জন্য আমার বিবাহ উপযুক্ত মেয়েকে বিবাহ দিতে পারছিলাম না, ঠিক তখনই ইসফাক আহসান আমাকে একটি ঘড় করে দিয়েছেন। আমি তার প্রতি চির কৃতজ্ঞ। আল্লাহ কাছে দুহাত তুলে দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে সবসময় সুস্থ রাখে এবং আমাদের গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না