সুন্নী জামায়াত যুব সংগঠনের কাউন্সিল অধিবেশন ও সেমিনার
- আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৬৮
মমিনুল ইসলাম:
মতলব উত্তরে সুন্নী জামায়াত যুব সংগঠনের কাউন্সিল অধিবেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন ও সেমিনাওে ভিডিও কনফারেন্সে প্রদান অতিথির বক্তব্য রাখেন, ফরাযীকান্দি উয়েসিয়া দরবার শরীফের পীর ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।
মুফতি তাজুল ইসলাম জিহাদী ও হাফেজ কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বয়ান করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র এর খতিব ও পরিচালক শায়েখ আল্লামা সাইফুল আজম বাবর আল আযহারী আল-আজহারী।
উদ্বোধন করেন, মতলব উত্তর ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ালী উল্লাহ সরকার। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মতলব উত্তর ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল্লামা মুফতি আহমদ উল্লাহ। সহ-নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাবের হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, মাওলানা মোরশেদ আলম সিরাজী, মতলব উত্তর ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি মুহাম্মদ চাঁন মিয়া মেম্বার, শরীফ উল্লাহ দর্জি, আলহাজ্ব সেলিম বাদশা, আলহাজ্ব আলমাছ বেপারী, মুহাম্মদ আবু নাসের,মুফতি শাহজালাল সিদ্দিকী, ইঞ্জি. মুহাম্মদ নাহিদ খান, নকীব উদ্দিন, ইমাম হোসেন মিন্টু, রিয়াদ আহমাদ’সহ সুন্নী জামায়াত যুব সংগঠনের নেতৃবৃন্দ।