সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদকের পরিবহনে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন, কুমিল্লার জেলার কোতয়ালী থানার মো: শাহজাহানের ছেলে জুম্মন (২৯) ও হুমায়ুনের ছেলে মো: ইকবাল (৩৫)।
এর আগে গতকাল (৮ জুন) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তারা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদের জিজ্ঞেসাবাদে তারা জানান, আর্থীকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব কৌশলে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মাদকের পরিবহনে তারা পিক-আপ ভ্যান ব্যবহার করে থাকে। পন্যসামগ্রির আড়ালে মাদকের পরিবহনই তাদের মূল পেশা। আসামিদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না