অপহৃত ছাত্র উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৫৬
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউপির লেদা এলাকা থেকে বাড়ি ফেরার পথে অপহৃতের মোহাম্মদ হোছন প্রকাশ সূয্য (৮)কে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন দেওয় হয়েছে হাসপাতারে। উদ্ধারকৃত হওয়া শিশুটি দক্ষিণ লেদা এলাকার স্থানীয় সুলতান আহমেদের পুত্র।
সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জুন) রাত টা সময় লেদা সড়কে কে বা কারা রেখে যায়। তাকে অপহরণের পর থেকে পুলিশি তৎপরতা ও বিশেষ অভিযান চলমান ছিল।
উল্লেখ্য যে, গত ৪ জুন লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অপহরণকারীরা ভিকটিমের মা-বাবাকে কল করে মুক্তিপণ দাবি করেন।
ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে মোবাইল নং ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তি সহায়তায় একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় ভিকটিম উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার পরপরই উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় শিশুটির বাবা নিখোঁজ ডায়রী করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আব্দুল হালিম অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছেন বলে জানান তিনি।