মমিনুল ইসলাম:
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার, ৬ জুন বিকেলে জানাযা শেষে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কৃষিবিদ মোতাহার হোসেন ১ জুন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
৫ জুন রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না-----রাজিউন)। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন অগ্ন্যাশয় প্রদাহের আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করলে রাতেই ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান’সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য। তাঁর মৃত্যুতে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, কৃষি দপ্তর ও জনগন শোক প্রকাশ করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না