মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারনে গরম থেকে সামান্ন তৃপ্তি দিতে জেলা পুলিশের উদ্যোগে গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে লেবুর শরবত পান ও বিতরণ করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টা সময় জেলা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন পয়েন্টে পথচারী ও সর্বসাধারণকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত পানের ব্যবস্থা করানো হয়।
এসময় পুলিশ সুপার সকলকে তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিত ভাবে প্রচুর পানি, খাবার স্যালাইন ও লেবুর শরবত পান করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, জেলা পুলিশের আয়োজনে তীব্র তাপদাহে লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি পথচারীদের খাওয়ানোর এ ব্যবস্থা চলমান থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূপ্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, আরও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল, অফিসার ইনচার্জ, ডিআইও-১ ডিএসবি মোঃ আলমগীর কবীর, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আবদুল আলীম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না