জুড়ীতে গার্ল গাইডসের সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৫৭
জসিম উদ্দিন জুড়ী:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠানে গার্ল গাইড সম্প্রসারণে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশের স্থানীয় শাখার উদ্যোগে সোমবার, ৫ জুন জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও গার্ল গাইডসের স্থানীয় কমিশনার ঝুলন রানী দেব এর সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার গার্ল গাইডের জেলা কমিশনার নুরজাহান সূয়ারা,মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস,জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রতীশ চন্দ্র দাস,নীরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল ক্রান্তি দাস,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গার্ল গাইডের স্থানীয় সাধারণ সম্পাদক আকলিমা বেগম,সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জবা দেব নাথ,শিলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমান,কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ,হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল,হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান,নয়াগ্রাম শিমুলতলা মাদ্রাসার সুপার জিয়াউল হক,নয়াবাজার মাদ্রাসার সহকারি শিক্ষক মানসুরুর রহমান,জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম, হযরত শাহখাকী (রহ) মাদ্রাসার সুপার একে এম ইয়াকুব আলী,জায়ফরনগর মহিলা মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, এম সাইফুর রহমান মনোহর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন,সহকারি শিক্ষক মান্নান আহমদ,মাছুম আহমদ প্রমূখ।
জুড়ী উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে গার্ল গাইডস প্রতিষ্ঠা করে মেয়েদেরকে দেশ ও দেশের মানুষের এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কাজে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে প্রধান অতিথি অনুরোধ জানান।জেলা কমিশনার নুরজাহান সূয়ারা গার্ল গাইডস এর গঠন পদ্ধতি পড়ে শুনান এবং সকল নীতিমালা গুলো সকলকে অবগত করান।